Monday, March 14, 2011

কিবোর্ড সম্পর্কে ধারনা। ( Keyboard)



কিবোর্ড (Keyboard) - কম্পিউটারের কী-বোর্ড এবং সাধারণ টাইপ রাইটারের কী-বোর্ড দেখতে প্রায় একই রকম এবং টাইপ করার পদ্ধতিও একই রকম। টাইপ রাইটারের কী-বোর্ডের বোতাম গুলো শুধুমাত্র অক্ষর টাইপ করার জন্য ব্যবহার করা হয়। পক্ষান্তরে, কমিপউটারের কী-বোর্ডের বোতামের সাহায্যে টাইপ করা ছাড়াও কমিপউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয় এবং আরো নানা রকম কাজে ব্যবহার করা হয়।

সাধারনত বাংলা এবং ইংরেজি কিবোর্ড গুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়। যেমন.........
ক ৷ফাংশান কী (Function Key) : যে কোন কি বোর্ডের উপরে F1 থেকে F2 পর্যন্ত কী সমূহ গুলোকে ফাংশান কী বলে।
খ। আলফাবেটিক বা বর্নমালা কী (Alphabatic key) : যে কোন কী বোর্ডের মাঝখানে অক্ষর সম্বলিত কী সমূহকে আলফবেটিক কী বলে।
গ।স্পেশাল বা বিশেষ কী (Special key) : যে কোন কী বোর্ডের অক্ষর সম্বনিত কীর ডান পাশে এবং বামে Tab,Caps Lock,Shift,Ctrl, Enter, Page Up, Page Down, Home, Insert কী গুলোকে স্পেশাল বা বিশেষ কী বলে। (এই গুলোকে কেউ কেউ মডিফিয়ার কী ও বলে থাকে।)
ঘ) নিউমেরীক বা গাণিতিক কী (Numaric Key) : যে কোন কি বোর্ডের একেবারে ডান দিকে অথবা উপরে ফাংশান কি সমুহের নিচে গাণিতিক সংখ্যা সম্বলিত কি গুলোকে নিউমেরীক বা গাণিতিক কী বলে।
ঙ। কার্সর মুভমেন্ট কী (Cursor Movement Key) : যে কোন কি বোর্ডের অক্ষর সম্বলিত কী এবং নিউমেরীক কী এর মাঝে চারটি তীর ( এ্যারো ) কীগুলোকে কার্সর মুভমেন্ট কী বলে।

No comments:

Post a Comment

আপনার মতামত দিন।