Wednesday, March 9, 2011

Computer Hardwares (কমপিউটার হার্ডওয়ার)

কমপিউটার হার্ডওয়ার - একটি মাইক্রোকমপিউটার অনেক গুলো আলাদা আলাদা ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক যান্ত্রিক অংশ দ্বারা গঠিত। এই যন্ত্রগুলো সফটওয়ার দ্বারা নিয়ন্ত্রিত, এই গুলোর প্রত্যেকটিকে হার্ডওয়ার বলে। এর একটি অন্যটি থেকে সহজে পৃথক করা যায় এবং নতুন পার্টস দ্বারা পরিবর্তন করা যায়।
একটি কমপিউটার অনেকগুলি হার্ডওয়ারের সমষ্টি। উপরের ছবিতে নমুনা স্বরুপ কিছু হার্ডওয়ার দেখানো হলো-

কমপিউটার হার্ডওয়ারকে আবার দুই শ্রেনীতে ভাগ করা যায় :-


Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার
Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Input আউটপুট ইউনিট
Central processing unit সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
Computer Memory কমপিউটার মেমোরী বা স্মৃতি
Storage device তথ্য সংরক্ষন ইউনিট

No comments:

Post a Comment

আপনার মতামত দিন।